Ajker Patrika

ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৯: ৩৪
ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা

ফেনীর ছাগলনাইয়ায় বিভিন্ন অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান, চারজন সিএনজিচালিতি অটোরিকশাচালকসহ ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

গতকাল রোববার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরের মেইন রোড ও জমদ্দারবাজারে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের জানান, দোকানে মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মেয়াদ না থাকা, দোকানের বাইরে পসরা সাজিয়ে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল, ময়লা ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, যত্রতত্র পার্কিং ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারজন সিএনজিচালিত অটোরিকশা চালকসহ মোট ৯ জনকে ৩৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদানকারীরা হলেন কাশিপুর স্টোরের মালিক জাফর ৩ হাজার টাকা, হাজী বিরিয়ানির মালিক মোশারফ হোসেন ৫ হাজার, ডায়মন্ড হোটেলের মালিক হানিফ ১০ হাজার, চমক হোটেলের মালিক সাইদুল ৫ হাজার, ঢাকা বেকারির মালিক বেলায়েত ১০ হাজার এবং অটোরিকশাচালক আলমগীর ১ হাজার, এমরান ৩০০, রবিউল হক ১০০ ও শাহাদাত ২০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত