Ajker Patrika

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ২০
বোয়ালমারীতে ট্রেনের  ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল খান (২২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নড়াইল গ্রামের মো. নাজির খানের ছেলে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সকাল ৮টার দিকে নিজের অটোরিকশা নিয়ে সোহেল বনমালীপুর রেল ক্রসিং পার হচ্ছিলেন। কোনো যাত্রী না থাকায় তিনি একাই ছিলেন অটোতে। বৃষ্টির কারণে ট্রেনের হুইসেল শুনতে পাননি। এ ছাড়া রেলওয়ের জায়গায় রাস্তার দুই পাশে দোকানপাট থাকায় ট্রেনও দেখেননি। অটো নিয়ে রেললাইনের ওপর উঠে পড়লে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়ে তিন-চার টুকরো হয়ে যায় অটোটি। আর চালক সোহেল ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সোহেলের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ের রাজবাড়ী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পরিমল কুমার অধিকারী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত