Ajker Patrika

খর্বকায় তরুণ-তরুণীর বিয়ে এলাকায় খুশির আমেজ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩০
খর্বকায় তরুণ-তরুণীর বিয়ে এলাকায় খুশির আমেজ

আব্দুল হামেদ একজন ভাঙারি ব্যবসায়ী। সংসারে তাঁর চার ছেলে ও দুই মেয়ে। আল-আমীন (২৪) তাঁর সেজ ছেলে। আল-আমীনের আগের ও পরের দুই ভাই বিয়ে করে সংসারী হলেও আল-আমীন শারীরিক উচ্চতা ৩৬ ইঞ্চি হওয়ায় তাঁর বিয়ে হচ্ছিল না। এ নিয়ে সব সময় চিন্তায় থাকতেন। ছেলের চিন্তায় সর্বদা মা-বাবা বুকে একটা চাপা কষ্ট বয়ে বেড়াতেন। কেবল ভাবতেন ছেলের ভবিষ্যৎ নিয়ে। আল-আমীনের বাড়ি স্বরূপকাঠি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর শর্ষিনা গ্রামে।

অপর দিকে ছামিয়া আক্তার সাম্মির (২১) বাড়ি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের চেয়ারম্যানবাড়ি এলাকায়। সাম্মি শারীরিক উচ্চতায় মাত্র ৩০ ইঞ্চি। তাঁর বাবা আব্দুল শাহজাহান মিয়াও সবসময় চিন্তা করতেন মেয়ের বিয়ে নিয়ে। কিন্তু মেয়ের জন্য কোনো ছেলে পাচ্ছিলেন না। অবশেষে দুই পরিবারের মা-বাবার চিন্তার অবসান ঘটেছে। পরিবার দুটির সম্মতিতে গত বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে হয়ে গেল খর্বকায় ওই দুই তরুণ-তরুণীর বিয়ে।

এ বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১ লাখ টাকা। আর বরযাত্রী ছিলেন ৩০ জন। বিয়ে শেষে ওই রাতেই কনে ছামিয়া আক্তার সাম্মিকে আল-আমীনের বাড়িতে নিয়ে আসা হয়। খর্বকায় দুই তরুণ-তরুণীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার সকাল থেকেই উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন আল-আমীনের বাড়িতে। বর-কনেকে দেখতে আসছেন জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের বিয়ের খবরে খুশি এলাকাবাসীও।

আল-আমীনের বাবা আব্দুল হামেদ বলেন, ‘আমি সামান্য একজন ব্যবসায়ী। ছেলেটা খাটো। এ জন্য অনেক দিন ধরে মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে উপজেলার বালিহারি গ্রামে একটি মেয়ে খুঁজে পাই। জানতে পারি গ্রামের শাহজাহান মিয়ার মেয়েও কম উচ্চতার। বিয়ের প্রস্তাব পাঠালে তাঁরা রাজি হয়।’

উত্তর শর্ষিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেব কুমার বলেন, ওদের বিয়ের খবর শুনে আমিসহ এলাকাবাসী বেজায় খুশি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরের বাড়ি গিয়ে তাঁদের আশীর্বাদ করে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত