নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আব্দুল হামেদ একজন ভাঙারি ব্যবসায়ী। সংসারে তাঁর চার ছেলে ও দুই মেয়ে। আল-আমীন (২৪) তাঁর সেজ ছেলে। আল-আমীনের আগের ও পরের দুই ভাই বিয়ে করে সংসারী হলেও আল-আমীন শারীরিক উচ্চতা ৩৬ ইঞ্চি হওয়ায় তাঁর বিয়ে হচ্ছিল না। এ নিয়ে সব সময় চিন্তায় থাকতেন। ছেলের চিন্তায় সর্বদা মা-বাবা বুকে একটা চাপা কষ্ট বয়ে বেড়াতেন। কেবল ভাবতেন ছেলের ভবিষ্যৎ নিয়ে। আল-আমীনের বাড়ি স্বরূপকাঠি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর শর্ষিনা গ্রামে।
অপর দিকে ছামিয়া আক্তার সাম্মির (২১) বাড়ি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের চেয়ারম্যানবাড়ি এলাকায়। সাম্মি শারীরিক উচ্চতায় মাত্র ৩০ ইঞ্চি। তাঁর বাবা আব্দুল শাহজাহান মিয়াও সবসময় চিন্তা করতেন মেয়ের বিয়ে নিয়ে। কিন্তু মেয়ের জন্য কোনো ছেলে পাচ্ছিলেন না। অবশেষে দুই পরিবারের মা-বাবার চিন্তার অবসান ঘটেছে। পরিবার দুটির সম্মতিতে গত বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে হয়ে গেল খর্বকায় ওই দুই তরুণ-তরুণীর বিয়ে।
এ বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১ লাখ টাকা। আর বরযাত্রী ছিলেন ৩০ জন। বিয়ে শেষে ওই রাতেই কনে ছামিয়া আক্তার সাম্মিকে আল-আমীনের বাড়িতে নিয়ে আসা হয়। খর্বকায় দুই তরুণ-তরুণীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার সকাল থেকেই উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন আল-আমীনের বাড়িতে। বর-কনেকে দেখতে আসছেন জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের বিয়ের খবরে খুশি এলাকাবাসীও।
আল-আমীনের বাবা আব্দুল হামেদ বলেন, ‘আমি সামান্য একজন ব্যবসায়ী। ছেলেটা খাটো। এ জন্য অনেক দিন ধরে মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে উপজেলার বালিহারি গ্রামে একটি মেয়ে খুঁজে পাই। জানতে পারি গ্রামের শাহজাহান মিয়ার মেয়েও কম উচ্চতার। বিয়ের প্রস্তাব পাঠালে তাঁরা রাজি হয়।’
উত্তর শর্ষিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেব কুমার বলেন, ওদের বিয়ের খবর শুনে আমিসহ এলাকাবাসী বেজায় খুশি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরের বাড়ি গিয়ে তাঁদের আশীর্বাদ করে এসেছি।’
আব্দুল হামেদ একজন ভাঙারি ব্যবসায়ী। সংসারে তাঁর চার ছেলে ও দুই মেয়ে। আল-আমীন (২৪) তাঁর সেজ ছেলে। আল-আমীনের আগের ও পরের দুই ভাই বিয়ে করে সংসারী হলেও আল-আমীন শারীরিক উচ্চতা ৩৬ ইঞ্চি হওয়ায় তাঁর বিয়ে হচ্ছিল না। এ নিয়ে সব সময় চিন্তায় থাকতেন। ছেলের চিন্তায় সর্বদা মা-বাবা বুকে একটা চাপা কষ্ট বয়ে বেড়াতেন। কেবল ভাবতেন ছেলের ভবিষ্যৎ নিয়ে। আল-আমীনের বাড়ি স্বরূপকাঠি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর শর্ষিনা গ্রামে।
অপর দিকে ছামিয়া আক্তার সাম্মির (২১) বাড়ি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের চেয়ারম্যানবাড়ি এলাকায়। সাম্মি শারীরিক উচ্চতায় মাত্র ৩০ ইঞ্চি। তাঁর বাবা আব্দুল শাহজাহান মিয়াও সবসময় চিন্তা করতেন মেয়ের বিয়ে নিয়ে। কিন্তু মেয়ের জন্য কোনো ছেলে পাচ্ছিলেন না। অবশেষে দুই পরিবারের মা-বাবার চিন্তার অবসান ঘটেছে। পরিবার দুটির সম্মতিতে গত বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে হয়ে গেল খর্বকায় ওই দুই তরুণ-তরুণীর বিয়ে।
এ বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১ লাখ টাকা। আর বরযাত্রী ছিলেন ৩০ জন। বিয়ে শেষে ওই রাতেই কনে ছামিয়া আক্তার সাম্মিকে আল-আমীনের বাড়িতে নিয়ে আসা হয়। খর্বকায় দুই তরুণ-তরুণীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার সকাল থেকেই উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন আল-আমীনের বাড়িতে। বর-কনেকে দেখতে আসছেন জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের বিয়ের খবরে খুশি এলাকাবাসীও।
আল-আমীনের বাবা আব্দুল হামেদ বলেন, ‘আমি সামান্য একজন ব্যবসায়ী। ছেলেটা খাটো। এ জন্য অনেক দিন ধরে মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে উপজেলার বালিহারি গ্রামে একটি মেয়ে খুঁজে পাই। জানতে পারি গ্রামের শাহজাহান মিয়ার মেয়েও কম উচ্চতার। বিয়ের প্রস্তাব পাঠালে তাঁরা রাজি হয়।’
উত্তর শর্ষিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেব কুমার বলেন, ওদের বিয়ের খবর শুনে আমিসহ এলাকাবাসী বেজায় খুশি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরের বাড়ি গিয়ে তাঁদের আশীর্বাদ করে এসেছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪