Ajker Patrika

নিরাপদ নৌভ্রমণের দাবিতে মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ২৫
নিরাপদ নৌভ্রমণের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদে নিরাপদ নৌভ্রমণের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছা সেবী সংগঠন ‘স্বরূপ প্রজন্ম’। গতকাল শনিবার ১১টার দিকে স্বরূপকাঠি পৌর শহরের উপজেলার প্রধান সড়কের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজ যাত্রীদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়াসহ সাত দফা দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, লঞ্চে যাত্রী অনুযায়ী লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখা, আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করাসহ প্রতিবছর লঞ্চের ফিটনেস যাচাই করা।

মানববন্ধনে বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সাংবাদিক ফয়সাল হাসান, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক অপু মাসুদ, সমাজ সেবক মিজানুর রহমান চান্দু, সাংবাদিক রিয়াজ মাহমুদ, মাহবুবুর রহমান সালেকসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিরা।

বক্তারা বলেন, লঞ্চ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অভিযান-১০ লঞ্চে হতাহত ও নিহতের পরিমাণ বেশি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের দাবিও জানান বক্তারা। এ ছাড়া লঞ্চের স্টাফদের কাছে যাত্রীদের কোনো তথ্য থাকে না। এ কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয় না। এর ব্যবস্থা করা এখন জরুরি হয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত