নেছারাবাদ ও নাজিরপুর প্রতিনিধি
নেছারাবাদে বিদ্যালয়ে যাওয়ার পথে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী মাইসা ইসলাম (৯)। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে সে নিহত হয়। সে আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনার প্রতিবাদে স্কুলশিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এদিকে নাজিরপুরের ভাইজোড়া বাগাজোড়া বাজারের মাঝে হাইওয়ে রোডে বাসের ধাক্কায় মো. আইউব শেখ (৪৫) নামের বাক্প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে মাইসা স্বরূপকাঠি আটঘর কুড়িয়ানা সড়ক দিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় স্বরূপকাঠি থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে চাপা দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর সড়ক অবরোধ করে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পুলিশ এসে শিক্ষার্থীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির মিজান ফকিরের মেয়ে। মিজান পেশায় নার্সারির দিনমজুর। তিনি বলেন, মাইসা সকালে স্কুলে যাওয়ার জন্য বই খাতা নিয়ে বের হয়। কিছুক্ষণ পর মেয়ের দুর্ঘটনার খবর পান। মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইসার বাবা ওই ইজিবাইক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সকালে নেছারাবাদ থানার উপপরিদর্শক মো. তাজেল বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ওহিদুজ্জামান বলেন, মেয়ের পরিবার খুবই সাধারণ। ইজিবাইক চালকের পরিবারও খুব গরিব। তাই এ মর্মে মেয়ের পরিবার কোনো ঝামেলায় যেতে চাইছে না। তাই মেয়ের বাবা থানায় একটি কাগজ দিয়েছেন। মিজান ফকির মেয়ের লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে কয়েকজনকে নিয়ে পিরোজপুরে গেছেন।
স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির বলেন, ‘শুনেছি, মেয়ের পিতার পক্ষ থেকে একটা সমঝোতা হয়েছে।’
নাজিরপুরে বাক্প্রতিবন্ধী নিহত
নিহতের ভাইয়ের ছেলে বসির হোসেন জানান, আইউব শেখ ভাইজোড়া বাজারে চায়ের দোকানে পানি দেওয়ার কাজ করত। প্রতিদিনের মতো শনিবার সকাল ১০টার দিকে বাঘাজোড়া থেকে ভাইজোড়ার রওনা হয়। পথিমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটি ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় এক ইউপি সদস্য রাস্তার পাশে তাঁকে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় লোকের সহায়তায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অশেষ রায় তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আইউব শেখ উপজেলার ৫ নম্বর শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মৃত সায়েব আলী শেখের ছেলে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, ‘নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। সুরতহাল রিপোর্টে তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাসটি শনাক্ত করেছি। বাস ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত আইউব শেখের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানান এ কর্মকর্তা।
নেছারাবাদে বিদ্যালয়ে যাওয়ার পথে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী মাইসা ইসলাম (৯)। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে সে নিহত হয়। সে আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনার প্রতিবাদে স্কুলশিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এদিকে নাজিরপুরের ভাইজোড়া বাগাজোড়া বাজারের মাঝে হাইওয়ে রোডে বাসের ধাক্কায় মো. আইউব শেখ (৪৫) নামের বাক্প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে মাইসা স্বরূপকাঠি আটঘর কুড়িয়ানা সড়ক দিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় স্বরূপকাঠি থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে চাপা দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর সড়ক অবরোধ করে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পুলিশ এসে শিক্ষার্থীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির মিজান ফকিরের মেয়ে। মিজান পেশায় নার্সারির দিনমজুর। তিনি বলেন, মাইসা সকালে স্কুলে যাওয়ার জন্য বই খাতা নিয়ে বের হয়। কিছুক্ষণ পর মেয়ের দুর্ঘটনার খবর পান। মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইসার বাবা ওই ইজিবাইক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সকালে নেছারাবাদ থানার উপপরিদর্শক মো. তাজেল বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ওহিদুজ্জামান বলেন, মেয়ের পরিবার খুবই সাধারণ। ইজিবাইক চালকের পরিবারও খুব গরিব। তাই এ মর্মে মেয়ের পরিবার কোনো ঝামেলায় যেতে চাইছে না। তাই মেয়ের বাবা থানায় একটি কাগজ দিয়েছেন। মিজান ফকির মেয়ের লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে কয়েকজনকে নিয়ে পিরোজপুরে গেছেন।
স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির বলেন, ‘শুনেছি, মেয়ের পিতার পক্ষ থেকে একটা সমঝোতা হয়েছে।’
নাজিরপুরে বাক্প্রতিবন্ধী নিহত
নিহতের ভাইয়ের ছেলে বসির হোসেন জানান, আইউব শেখ ভাইজোড়া বাজারে চায়ের দোকানে পানি দেওয়ার কাজ করত। প্রতিদিনের মতো শনিবার সকাল ১০টার দিকে বাঘাজোড়া থেকে ভাইজোড়ার রওনা হয়। পথিমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটি ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় এক ইউপি সদস্য রাস্তার পাশে তাঁকে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় লোকের সহায়তায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অশেষ রায় তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আইউব শেখ উপজেলার ৫ নম্বর শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মৃত সায়েব আলী শেখের ছেলে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, ‘নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। সুরতহাল রিপোর্টে তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাসটি শনাক্ত করেছি। বাস ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত আইউব শেখের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানান এ কর্মকর্তা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪