Ajker Patrika

টিকা নেওয়ার আগেই অগ্রিম সনদ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩১
টিকা নেওয়ার আগেই অগ্রিম সনদ

মনোহরদীতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ না নিয়েও মিলেছে টিকার সনদ। ঘটনাটি ঘটেছে মনোহরদী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নিজাম উদ্দীনের ছেলে মো. আলাউদ্দীনের সঙ্গে।

আলাউদ্দীন জানান, তিনি গত ৭ আগস্ট মনোহরদী পৌরসভার টিকাদান কেন্দ্র থেকে করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। সেখানে তার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তারিখ নির্ধারিত হয় ৮ সেপ্টেম্বর।

তিনি জানান, নির্ধারিত তারিখে কেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন, তার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়ে গেছে। এ পরিস্থিতিতে হতভম্ব আলাউদ্দীন বাড়ি ফিরে আসেন। পরবর্তীতে তার মোবাইল ফোনে একটি ম্যাসেজ আসে। যাতে বলা হয়, তার উভয় ডোজের টিকাদান সম্পন্ন হয়েছে। এ মর্মে তার নামে একটি সনদও ইস্যু করা হয়।

সনদটির প্রিন্ট কপি তুলে দেখা যায়, তিনি করোনার ভ্যাকসিন উভয় ডোজ গ্রহণ করেছেন ও এ সংক্রান্ত একটি সনদ লাভ করেছেন। তবে দেখা যায়, তার প্রথম ডোজের টিকা গ্রহণের তারিখ আর সনদে উল্লেখিত তারিখ এক নয়। আর দ্বিতীয় ডোজের টিকা না নিলেও দ্বিতীয় ডোজ গ্রহণের একটি কল্পিত তারিখ উল্লেখ করা হয়েছে তাতে। সনদে সেটি ১৩ সেপ্টেম্বর।

এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘এতে অসুবিধা নেই। অগ্রিম সনদ চলে এসেছে, এখন টিকা নিলেই হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত