Ajker Patrika

আ.লীগ সভাপতিকে সাময়িক বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ০৩
আ.লীগ সভাপতিকে সাময়িক বহিষ্কার

নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার রাতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ তথ্য নিশ্চিত করেন। গুরুত্বপূর্ণ পদে থেকেও চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খসরুর লিখিত নোটিশ থেকে জানা গেছে, ‘গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় আপনার (বজলুল কাদের) বিরুদ্ধে আনীত অভিযোগ ও আপনার প্রেরিত পত্র নিয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আপনি গুরুত্বপূর্ণ পদে থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন না। আপনি যে বক্তব্য দিয়েছেন তা জেলা আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য নয়। আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা শাখার সভাপতি ও সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার ও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আ.লীগ বরাবরে পত্র পাঠানো হয়েছে।’

এ বিষয়ে এস এম বজলুল কাদের বলেন, ‘শারীরিক অবস্থা ভালো না। কোমর ও পায়ের ব্যথায় চলাফেরা করতে পারছি না। তাই নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারব না জানিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত