Ajker Patrika

বাক্‌প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আটক ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ৪০
বাক্‌প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আটক ১

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার একটি মহল্লায় এক বাক্‌প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের মামলায় পুলিশ একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনার শিকার গৃহবধূকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আটক আসামিকে গত বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার ওই গৃহবধূর স্বামী বাক্‌প্রতিবন্ধী স্ত্রীকে বাড়িতে রেখে পাশের একটি মহল্লায় ওয়াজ মাহফিলে যান। রাত আনুমানিক নয়টার দিকে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে অভিযুক্ত আসামি মো. জিহাদ হোসেন ওরফে লাখু (৩৪) তাঁকে ধর্ষণ করেন। জিহাদ পৌরসভার ছোলনা মহল্লার বাসিন্দা। এই ঘটনায় পরদিন গৃহবধূর স্বামী বাদী হয়ে জিহাদকে একমাত্র আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. কামরুল হোসেন বলেন, গৃহবধূর স্বামীর ধর্ষণ মামলার আসামি জিহাদকে মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের বিচারক বুধবার আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত