Ajker Patrika

দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ০৬
দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

অসামাজিক কার্যকলাপের অভিযোগে নগরীর খুলশীর দুটি হোটেল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই এলাকার মোটেল সিক্স স্বর্ণালী ও রূপসী বাংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর পর গতকাল রোববার তাঁদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন রূপসী বাংলা হোটেলের মালিক মো. নুরুল আবছার (৩৮) ও একই হোটেলের কর্মচারী মো. সেলিম (৪০), ইয়ানুর বেগম (৪০), জুঁই রায় (২৭) ও কোহিনুর আকতার (২৮)। অন্যরা হলেন মোটেল সিক্স স্বর্ণালীর কর্মচারী রেদোয়ান হোসেন ওরফে রেদোয়ান (২০), মো. রাজু (৩৭) ও আঁখি বেগম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলশী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে শনিবার রাতে এই অভিযান চালানো হয়। তবে সেখান থেকে কৌশলে পালিয়ে যান মোটেল সিক্স স্বর্ণালীর কথিত মালিক মো. সরোয়ার (৪৮) ও ব্যবস্থাপক আমান উল্লাহ (৫০)। পুলিশের মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খুলশীর বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস ও ফ্ল্যাট বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে একটি চক্র। এমন বহু ‘আস্তানা’য় পুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও মোটেল সিক্স স্বর্ণালী ও রূপসী বাংলা ছিল ধরাছোঁয়ার বাইরে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীকে ‘ম্যানেজ’ করে এসব অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত