Ajker Patrika

রাতে ঘোষণা, রাতেই স্থগিত কাপ্তাই ছাত্রলীগের কমিটি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১২: ১৩
Thumbnail image

রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে স্থগিত করেছে জেলা কমিটি। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিতের ঘোষণা দেন।

বিগত কমিটির মেয়াদোত্তীর্ণের প্রায় সাড়ে ৪ মাস পর কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই স্থগিত করায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়মিত ছাত্র না হওয়ায় উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা কমিটি।

এর আগে রোববার রাতে রফিকুল ইসলাম সুমনকে সভাপতি, মো. নিজাম উদ্দিন ফরহাদকে সাধারণ সম্পাদক এবং সাইথোয়াই অং চৌধুরী ও মনবীর তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জানতে চাইলে রোববার রাতেই মোবাইল ফোনে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ‘কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সুপারিশে রোববার রাতে আগামী ১ বছরের জন্য কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করি। কিন্তু কমিটি ঘোষণার পরক্ষণে আমরা জানতে পারি, নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন ফরহাদ নিয়মিত ছাত্র না। তাঁরা জীবনবৃত্তান্তে এই বিষয়টি লুকিয়েছিলেন। তাই জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদারের নির্দেশক্রমে আমরা কমিটি স্থগিত ঘোষণা করেছি।’

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়। এর ৪ মাস ১০ দিন পর কাপ্তাই উপজেলায় আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এতে সভাপতি পদ পাওয়া সুমনের অনুসারীরা রাতে কেপিএম এলাকায় আনন্দ মিছিল বের করেন। তবে কমিটি স্থগিতের খবরে তা বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে স্থগিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুমন গতকাল সোমবার সকালে বলেন, ‘আমাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। পড়ালেখায় বিরতি থাকলেও আমরা অছাত্র নই। বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তারপরও কেন কমিটি স্থগিত করা হয়েছে, বুঝতে পারছি না!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত