Ajker Patrika

মনোনয়ন না পেলেও তাঁরা মাঠে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ৫৫
মনোনয়ন না পেলেও তাঁরা মাঠে

চতুর্থ ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পাঁচ ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে এবার প্রথম একজন নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

তবে মনোনয়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলের ভেতরে-বাইরে। কোনো কোনো ইউনিয়নে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন মনোনয়নবঞ্চিতরা। অন্যদিকে বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও দলের অনেক নেতা স্বতন্ত্র হয়ে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন কাল ২৫ নভেম্বর বৃহস্পতিবার।

জানা যায়, গত রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় ৫ ইউনিয়নে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। এবার পুরোনোদের সঙ্গে দলটি নতুনদের স্থান দিয়েছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন খাতামধুপুর ইউনিয়নে হাসিনা বেগম, বোতলাগাড়ীতে আব্দুল হাফিজ হাপ্পু, বাঙ্গালীপুরে ডা. শাহাজাদা সরকার, কামারপুকুরে জিকো আহমেদ ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নে গোলাম রকি সোহন।

এদিকে খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নারী প্রার্থী প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে তৃণমূলে যাঁদের গ্রহণযোগ্যতা আছে এবং ব্যক্তিগতভাবে যাঁরা স্বচ্ছ, তাঁদের দল মনোনয়ন দিয়েছে। তবে খাতামধুপুর ইউনিয়নে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁকে নিয়ে আমরা চিন্তিত। কেননা স্বাধীনতা-পরবর্তী ওই ইউনিয়নে দুটি পরিবার নিয়ন্ত্রণ করে আসছে। একটি স্বাধীনতার পক্ষে, আরেকটি স্বাধীনতার বিপক্ষ শক্তি। বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তিনি বিপক্ষ শক্তির। এই দুই পরিবারের বাইরে কাউকে দিলে খুব একটা সুবিধা করা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত