Ajker Patrika

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৫৬
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের এক চেয়ারম্যান পদপ্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা করা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দীন। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই প্রার্থী ও তাঁর সমর্থকেরা মিছিল বের করেন। দেয়ালে পোস্টারও লাগিয়েছেন। এ জন্য তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৮ নভেম্বর মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত