Ajker Patrika

শীতলক্ষ্যায় নৌকাডুবি নিখোঁজ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ৪৪
শীতলক্ষ্যায় নৌকাডুবি নিখোঁজ ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। ১৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার চনপাড়া নোয়াপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।

চনপাড়া নৌফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, বুধবার রাতে ২০ যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া যাচ্ছিল। এ সময় নদীর মাঝে গেলে নৌকাটি হঠাৎ ডুবে যায়। বাকিরা উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে, এখনো তারা এসে পৌঁছায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত