Ajker Patrika

নাগরপুরে বেড়েছে চোরের উৎপাত

নাগরপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
নাগরপুরে বেড়েছে চোরের উৎপাত

নাগরপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা। গত এক সপ্তাহের ব্যবধানে সদরসহ পাঁচটি চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। ইতিমধ্যে নাগরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে চোরসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে।

জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় শিধেঁল চোর ও গরু চুরির উপদ্রব বেড়েছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। এসব ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে গত বুধবার রাতে চলে থানা-পুলিশের বিশেষ অভিযান। এ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি গরু, এলইডি টিভি ও স্বর্ণালংকারসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, বাবনাপাড়া গ্রামের সোহান (১৯), বেকড়া গ্রামের মো. পিয়াস মিয়া (২১), দৌলতপুর উপজেলার তালুকনগর কলেজপাড়া গ্রামে মো. রাজীব মিয়া (২২), মো. মন্টু মিয়া (১৯) ও মো. মোন্তাজ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬)।

এ বিষয়ে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, অজ্ঞাতনামা দুটি অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। চুরি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত