Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে পলাতক দুই আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১: ২৩
সিদ্ধিরগঞ্জে পলাতক দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার দুপুরে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি মডেল থানার বড় সাতপাড় এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৩) এবং মৃত খলিলুর রহমানের ছেলে মো. ইদ্রিস মিয়া (৪৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটক দুজন দাউদকান্দি মডেল থানার পৃথক দুটি মামলার আসামি। মামলা হওয়ার পর থেকে তাঁরা পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে গত শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়।

আমিনুল ও ইদ্রিসকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত