Ajker Patrika

অপহরণের ২৫ দিন পর কলেজছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৫
অপহরণের ২৫ দিন পর কলেজছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক কলেজছাত্রীকে অপহরণের ২৫ দিন পর উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার কাডগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি রাতে ওই কলেজছাত্রীকে অপহরণ করা হয়। এরপর কলেজছাত্রীর বাবা ১৯ জানুয়ারি রুবেল ইসলামসহ পাঁচজনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রওশন সরকার বলেন, ফুলবাড়ীর কলেজছাত্রীকে উদ্ধারে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হয়। গত শুক্রবার ঢাকার আশুলিয়া থানার কাডগড়া এলাকার এক বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া কলেজছাত্রী ও গ্রেপ্তার রুবেল ইসলামকে গতকাল শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত