Ajker Patrika

কমান্ডারের নামই নেই

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ৪০
কমান্ডারের নামই নেই

মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার রোল্যান্ড প্রেন্ট্রিস রনি। তাঁর নাম বাদ দিয়েই সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে এ অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন তাঁর স্বজনেরা।

এদিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি থেকে তাঁর নাম এক নম্বরে থাকার পরও গেজেটভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডাররা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও আমরা ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনছি। অন্যদিকে প্রকৃত অনেক মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের স্বীকৃতি পাননি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তথ্য উপাত্তসহ আবেদন-নিবেদন করে তাঁরা তালিকাভুক্ত হতে পারেননি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কোম্পানি কমান্ডার, ক্যাম্প কমান্ডার মুক্তিযোদ্ধা রোল্যান্ড প্রেন্ট্রিস রনির ছোট ভাই ডাডলি ডেরিক প্রেন্ট্রিস। উপস্থিত ছিলেন রোল্যান্ড প্রেন্ট্রিস রনির সহযোদ্ধা সাবেক জেলা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, মো জামাল উদ্দীন সাবেক ডেপুটি জেলা কমান্ডার এস এম মুজিব, সাবেক থানা কমান্ডার মকবুল খান, মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা শিক্ষাবিদ মায়া ওয়াহেদ।

মুক্তিযোদ্ধা রনি প্রেন্ট্রিসের ছোট ভাই ডাডলি ডেরিক প্রেন্ট্রিস বলেন, আমার বড় ভাই ১৯৭১ সালের ১৬ এপ্রিল ভারতের ত্রিপুরা রাজ্যের পেঁচারতল নামক স্থানে প্রশিক্ষণ নেন। ৪ নম্বর সেক্টর কমান্ডার সি আর দত্তের অধীনে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে ১৯৭৪ সালে তিনি প্রবাসে চলে যান। তখন থেকেই তিনি প্রবাসী।

সর্বশেষ ২০১৯ সালের ২৫ আগস্ট মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সাতজন মুক্তিযোদ্ধার নাম ‘ক’ তালিকায় নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠায়। এই সাতজনের মধ্যে প্রথম জনই ছিলেন রোল্যান্ড প্রেন্টিস রনি। কিন্তু ২০২০ সালের ২০ মে অতিরিক্ত সংখ্যার গেজেটে রোল্যান্ড প্রেন্টিস রনির নাম অন্তর্ভুক্ত হয়নি। গেজেটে রনির নাম না থাকায় মুক্তিযোদ্ধারা নিজেদের তাগিদে তাঁর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়টি প্রত্যয়ন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠির কোনো উত্তর দেয়নি।

রোল্যান্ড প্রেন্ট্রিস রনির সহযোদ্ধা সাবেক জেলা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী বলেন-‘আমরা এক সঙ্গে যুদ্ধ করেছি। ১১৯ জন এক সঙ্গে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ চলাকালে তাঁকে ক্যাম্প কমান্ডার ও কোম্পানি কমান্ডার করা হয়। এ মুক্তিযোদ্ধার নাম তালিকায় না থাকায় আমরা হতাশ হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত