Ajker Patrika

বাহুবলে প্রার্থীকে কুপিয়ে জখম, দিরাইয়ে গুলিবিদ্ধ ২

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০: ৫৯
বাহুবলে প্রার্থীকে কুপিয়ে জখম, দিরাইয়ে গুলিবিদ্ধ ২

হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার পুটিজুরী ইউনিয়নের পালবাড়ি এলাকায় গত শনিবার রাতে ঘটনাটি ঘটে। এদিকে সুনামগঞ্জের দিরাইয়ে ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।

হবিগঞ্জের বাহুবলে পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, বাহুবল উপজেলার পুটিজুরী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন খন্দকার জাকারিয়া আলম সুমন (২৫)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী কাজে বাড়ি থেকে দ্বিগাম্বর বাজারের উদ্দেশে যাওয়ার পথে লামাপুটিজুরী পালবাড়ি নামক স্থানে তাঁকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সুনামগঞ্জের দিরাইয়ের তাড়ল ইউনিয়নে গতকাল রোববার সকালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ চৌধুরী। নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থানীয় নেতা স্বতন্ত্র প্রার্থী সুফি মিয়া চৌধুরী। শনিবার দুপুরে দিরাই বাজারে আহম্মদ চৌধুরীর ছোট ভাই সুজন মিয়ার সঙ্গে সুফি মিয়ার হাতাহাতি হয়। রাতে আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে দিরাই থানায় অভিযোগ করেন সুফি মিয়া চৌধুরী। এর জেরে গতকাল সকালে আহম্মদ চৌধুরীর লোকজন ও সুফি মিয়া চৌধুরীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন।

দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পাবনার বেড়ায় চাকলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে ইউনিয়নের পাচুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বেড়া থানা-পুলিশ। এ ঘটনার জন্য আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইদ্রিস আলী সরদারকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইদ্রিস।

নেত্রকোনার মদনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া বাজারে শনিবার রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নৌকার এক কর্মী গতকাল মদন থানায় মামলা করেছেন। এর প্রতিবাদে গতকালই সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপির নেতা আবু তাহের আজাদ। তিনি অভিযোগ করেন, তাঁকে হয়রানির উদ্দেশ্যে নৌকার প্রার্থী ভাঙচুরের মিথ্যা ঘটনা সাজিয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীর ওই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী সাফায়াত উল্লাহ।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গালা ও বলড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভোররাতে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন খান এবং গালা ইউনিয়নের প্রার্থী রাজিবুল হাসানের কালই ও কামারঘোনা ক্যাম্পে ঘটনাগুলো ঘটে। এসব ঘটনার জন্য তাঁরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত