Ajker Patrika

মাদকমুক্ত সমাজ গড়তে মধুপুরে সুধী সমাবেশ

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪০
মাদকমুক্ত সমাজ গড়তে মধুপুরে সুধী সমাবেশ

‘যে মুখে বলি মা, সে মুখে মাদক না’ এই স্লোগানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মধুপুরে। গতকাল শনিবার দুপুরে অরণখোলা পুলিশ ফাঁড়ি চত্বরে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রধানদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধুপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাযহারুল আনোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সাত্তার। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন থানার নবাগত ওসি মোহাম্মদ মাজহারুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন, উপপরিদর্শক রেজাউল করিম, বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম বেনু, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার প্রমুখ।

বক্তারা বলেন মাদকের ভয়াবহতা যুব সমাজ ও পুরো পরিবার ধ্বংস করে দায়ে। সম্মিলিত প্রচেষ্টা থাকলে মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।

এ সময় অরণখোলা পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসীর পক্ষ থেকে মধুপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিনকে বরণ করে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত