Ajker Patrika

ড্রোন উড়িয়ে রোহিঙ্গা শিবিরে অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ৫০
ড্রোন উড়িয়ে রোহিঙ্গা শিবিরে অভিযান

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা শিবিরে ড্রোন উড়িয়ে অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর শিবিরের পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়, আটক করা হয় মো. তাহের (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে।

১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আড়াই ঘণ্টার অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএনের কমান্ডো ও ২৫ জনের দুটি দলের সদস্যরা অংশ নেন। এ সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়। বিভিন্ন ব্লকে পাহাড়ের ওপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশির সময় তাহের নামের এক রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। পরে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এসপি তারিকুল ইসলাম আরও বলেন, অভিযানে দেশীয় লোহার রড ৫টি, বিভিন্ন আকারের রামদা ৮টি ও কাঠের চোখা ৪টি লাঠি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আটক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে তাঁকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত