Ajker Patrika

প্রচারে যেতে বারণ করায় স্বামীকে প্রহার

কাউনিয়া ও গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ২৮
প্রচারে যেতে বারণ করায় স্বামীকে প্রহার

নির্বাচনী প্রচারে যেতে স্ত্রীকে বারণ করায় এক যুবক শ্বশুরের প্রহারে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হারাগাছ পৌর এলাকার সারাঙ্গপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহত সুমন মিয়া রংপুর মহানগরীর বধূকমলা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী কাজলী বেগম সারাঙ্গপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

সুমন জানান, সম্প্রতি কাজলী বাবার বাড়িতে থাকার সময় সারাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মুকুল মিয়ার নির্বাচনী প্রচারে যায়। এ নিয়ে গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে কাজলী আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি ইদ্রিস আলী জানতে পেরে মেয়েকে নিয়ে হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সুমন পরদিন স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলে শ্বশুর ইদ্রিস ও তাঁর লোকজন তাঁকে লাঞ্ছিত করে তাড়িয়ে দেন। একই দিন বিকেলে হারাগাছ কলেজ মার্কেটে সুমনকে বেদম মারধর করা হয়। পরে তাঁকেও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সুমনের মা ফজিলা বেগম জানান, নববধূ কাজলী কারণে-অকারণে অহেতুক উত্তেজিত হয়ে কয়েকবার আত্মহত্যার হুমকি দিয়েছে।

এ বিষয়ে কাজলীর মা রোকসানা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে নির্বাচনী প্রচারণায় নিয়ে গিয়েছিলাম। এ জন্য তার স্বামীর অনুমতি নিব কেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

আমি ছিলাম নিখুঁত শিকার—মৃত্যুর আগে লিখে গেছেন ভার্জিনিয়া জিউফ্রে

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

এলাকার খবর
Loading...