Ajker Patrika

জব্দ করা ইলিশ গেল এতিমখানায়

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫: ০৮
জব্দ করা ইলিশ গেল  এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে ইলিশ শিকার করায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ইলিশ কেনা ও পরিবহনের দায়ে আরও ৪৯ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এ কারাদণ্ড ও জরিমানা আদায় করেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ সহযোগিতা করে। অভিযানে ৫৬ ব্যক্তিকে আটক হয়। আটককৃতদের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং দুই মণ ইলিশ জব্দ করা হয়।

৫৬ ব্যক্তির মধ্যে শিকারি ছয়জনকে ১৫ দিন করে এবং একজনকে এক মাস কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪৯ জনকে ইলিশ কেনা ও পরিবহনের দায়ে ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ধ্বংস ও উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানাসহ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ইউএনও জেসমিন সুলতানা বলেন, উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে ২২ দিনের জন্য দেশের ৩৮টি নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত করণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত