Ajker Patrika

বাতিল প্লাস্টিকের বিনিময়ে বই

কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯: ২২
বাতিল প্লাস্টিকের বিনিময়ে বই

প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাবে নতুন বই! এমন ঘোষণা দেখে শুরুতে বিশ্বাস না হওয়ারই কথা। ফেলনা প্লাস্টিকের বিনিময়ে কেউ কাউকে কিছু দিতে যাবে কেন?

রাজধানীর কাকলী এলাকার একটি স্কুলের শিক্ষার্থী সিথীমা ত্বন্বীর মনেও জেগেছিল এমন প্রশ্ন। গত বুধবার ফেসবুকে একটি পোস্ট নজর কাড়ে তার। পোস্টে লেখা ছিল—টাকা নয়, বই কিংবা প্লাস্টিক দিয়ে নিতে পারবেন নতুন বই। ত্বন্বী বিষয়টি তার কয়েকজন বন্ধুকে জানালে তারাও ব্যাপারটা হেসেই উড়িয়ে দেয়। এর পরও ঘটনার সত্যতা যাচাই করতে কয়েকটি প্লাস্টিকের বোতল এবং চিপসের প্যাকেট নিয়ে ওই পোস্টে দেওয়া ঠিকানা অনুযায়ী গতকাল শনিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজির হয় ত্বন্বী। সঙ্গে ছিল তার আরেক বান্ধবী। সংশয় নিয়ে এসে বিস্ময়ে হতবাক হয়েছে তারা। সত্যি সত্যিই ফেলনা প্লাস্টিকের বদলে দেওয়া হচ্ছে নতুন বই। বোতল আর চিপসের প্যাকেট দিয়ে ত্বন্বীও পেয়ে গেল পছন্দের কাকাবাবু সিরিজের বই। তার মতো আরও অনেকেই বাতিল প্লাস্টিক জমা দিয়ে পেয়েছেন পছন্দের বই।

প্লাস্টিকজাত পণ্যের কারণে পরিবেশ দূষণ বাড়ছে প্রতিদিন। বিপর্যয় ঠেকাতে প্লাস্টিক বর্জ্য নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে দেশে দেশে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে প্লাস্টিকের বদলে বই বিতরণের উদ্যোগ চালু হয়েছে জার্মানি, ইন্দোনেশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে। ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ নামক সংগঠনের হাত ধরে অভিনব এই কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশেও।

গতকাল রবীন্দ্র সরোবরে গিয়ে দেখা গেল, প্লাস্টিকের ব্যবহৃত বোতলসহ নানা পণ্য এনে নির্ধারিত বাক্সে ফেলছেন অনেকে। পাশেই একটি সেলফে থরেথরে সাজিয়ে রাখা নতুন বই। প্লাস্টিক পণ্য জমা রেখে সেখান থেকে পছন্দের বই বেছে নিচ্ছেন নানা বয়সী পাঠকেরা। শুক্রবারও একই স্থানে প্লাস্টিকের বিনিময়ে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম সম্পর্কে পাশে আছি ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতাদের একজন তাহমিদ হাসান বলেন, ‘৫০০ বই নিয়ে শুরু করেছি আমরা। শুক্রবারই পাঠকেরা ৪০০ বই নিয়ে গেছেন। শনিবারও বই নিয়েছেন অনেকে। কেউ কেউ কিছু বই দিয়েও গেছেন।’ আগামী শুক্রবারও এ আয়োজন করার আগ্রহ রয়েছে বলে জানান তাহমিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

প্রতিদ্বন্দ্বীর ক্ষতি করতে বিদেশ থেকে সাইবার হামলা, কিছু আইএসপিকে শনাক্ত করেছে সরকার

সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে নারী

গাংনীতে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ