Ajker Patrika

প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৬
প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে ৮টি ইউপির ২৭ জন চেয়ারম্যান, ২৯১ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত পদের ৮২ জন সদস্য এতে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

তফসিল অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগামী ৫ জানুয়ারি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, বিজিপি সরাইল ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রাফি আহমেদ যোবায়ের, জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সবার শেষে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সকল প্রার্থীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উপস্থিত সকল প্রার্থীদের এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শপথ করান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত