Ajker Patrika

সবাইকে রাজপথে নামার আহ্বান বিএনপির

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ২০
সবাইকে রাজপথে নামার আহ্বান বিএনপির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল শনিবার দেশে বিভিন্ন স্থানে গণ-অনশন পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতেও এই অনশন পালিত হয়েছে।

খাগড়াছড়িতে গণ-অনশন চলাকালে বক্তারা অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন, তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার।

সরকার আদালতসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলায় তাঁকে সাজা দিয়েছেন। এখন তাকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে। এ সময় খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তাঁরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: বান্দরবানে গতকাল বিকলে জেলা কার্যালয়ে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সংগঠনের নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য সাচিং প্রু জেরী।

জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে এতে দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রশিদ, দপ্তর সম্পাদক আবু মুছা; জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ক্যহ্লাউ মারমা, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লিনা, শিমুল দাশ প্রমুখ।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন করেছে সংগঠনের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মারমা; যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু; সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা; অর্থ সম্পাদক মুফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন।

রাঙামাটি: রাঙামাটিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। গতকাল সকালে শহরের কাঁঠালতলি জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন চলাকালে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ছাত্রদলের জেলা সভাপতি সাব্বির আহমেদসহ সহযোগী সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত