Ajker Patrika

বাইডেনের টিকা-নীতি আটকে গেল আদালতে

রয়টার্স, ওয়াশিংটন
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৪: ১৭
বাইডেনের টিকা-নীতি আটকে গেল আদালতে

যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের টিকাদান অথবা প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করার নীতি ঘোষণা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী জানুয়ারি থেকেই এটি পুরোপুরি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রিপাবলিকান শাসিত পাঁচ রাজ্য এ পরিকল্পনার বিরুদ্ধে আপিল করে। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার বাইডেনের এ নীতি সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন দেশটির ফেডারেল আপিল আদালত। এ সময় করোনার নীতিকে আইন এবং সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে আজ সোমবারের মধ্যে বাইডেন প্রশাসনকে জবাব দিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে গড়ে ১ হাজার ১০০ মানুষের মৃত্যু হচ্ছে, যাঁদের বেশির ভাগই টিকা নেননি। এ নিয়ম করলে টিকার আওতায় আসবেন ১০ কোটি কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত