Ajker Patrika

আস্থা বাড়াবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮: ৩৫
আস্থা বাড়াবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা

পুলিশ ও জনগণের মধ্যে আস্থা বাড়াতে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যদের মধ্যে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা শহরের শাপলা চত্বরে ট্রাফিক পুলিশ বক্সে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যদের মাঝে এই ক্যামেরা হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) সৈয়দা জান্নাত আরা।

পুলিশের ট্রাফিক বিভাগ, থানা-পুলিশ ও ডিটেকটিভ ব্রাঞ্চে (ডিবি) ৩২টি ক্যামেরা হস্তান্তর করেন এসপি। ক্যামেরা হস্তান্তরের সময় জানানো হয়, বডি ওর্ন ক্যামেরা দিয়ে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও এবং ছবি তোলা যাবে। এই ক্যামেরা সংযুক্তির মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এর ফলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁরা আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করছেন কিনা সে ব্যাপারে যেমন জবাবদিহি তৈরি হবে একই সঙ্গে অপরাধীরাও পার পাবে না। যেকোনো ঘটনা বিশ্লেষণ ও ডকুমেন্টশন করা যাবে।

ক্যামেরা বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়য় কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

এসপি সৈয়দা জান্নাত বলেন, ‘এই ক্যামেরা সংযুক্তির ফলে পুলিশ সদস্যরা জনগণের সঙ্গে আরও দায়িত্বশীল হবেন। কোথাও কোনো ঘটনা ঘটলে এই ক্যামেরার মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে।’

এক প্রশ্নের জবাবে এসপি বলেন, ‘এই ক্যামেরার রেকর্ডিং সেন্ট্রাল ডাটা বেজে সংরক্ষিত থাকবে। সংশ্লিষ্ট পুলিশ সদস্য চাইলেই তা মুছে ফেলতে পারবেন না।’ পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান এসপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত