Ajker Patrika

দুই যুগ পর সম্মেলন ঘিরে আ.লীগে ব্যাপক উদ্দীপনা

মো. নাজিম উদ্দিন ইমন, কেরানীগঞ্জ (ঢাকা)
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১০: ৫০
দুই যুগ পর সম্মেলন ঘিরে আ.লীগে ব্যাপক উদ্দীপনা

দুই যুগ পর কেরানীগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ৩০ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন। এক দিন পর ১ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় হবে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সম্মেলন।

১৯৯৭ সালে থানা আওয়ামী লীগের সম্মেলনের পরে বেশ কয়েকবার নেতৃত্বের পালাবদল হলেও দুই যুগ ধরে থানা আওয়ামী লীগের কোনো সম্মেলন হয়নি কেরানীগঞ্জে। তাই দুই যুগ পর একই সঙ্গে দুই থানা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাড়া-মহল্লা ও চায়ের দোকানের আড্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে থানা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের মধ্য দিয়ে ক্লিন ইমেজ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা করছেন তৃণমূল নেতা-কর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭ সালে সর্বশেষ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে সভাপতি ও বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে সাধারণ সম্পাদক করে থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটিই প্রায় ১০ বছর দায়িত্ব পালনকালে প্রশাসনিক কারণে কেরানীগঞ্জ উপজেলাকে ভেঙে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা করা হলে আগের থানা কমিটি ভেঙে দিয়ে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২০১১ সালে উপজেলা কমিটি ভেঙে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আলাদা দুটি ইউনিট ঘোষণা করা হয়। বর্তমান কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া শুভাঢ্যা ইউপির বর্তমান চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনকে সভাপতি ও জিনজিরা ইউপির বর্তমান চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

২০১৪ সালের ১৩ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদকে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করে ৬৭ সদস্যের উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে একাধিকবার কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঠিক হলেও অজানা কারণে সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

২০২০ সালের ২ ডিসেম্বর কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের ৬২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের ২৯ ডিসেম্বর ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ।

সম্মেলনের বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, ‘ আসন্ন সম্মেলনে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগে যাঁরা নেতৃত্বে আসবেন তাঁদের কাছে আমার একটাই প্রত্যাশা, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে তাঁরা শক্তিশালী করবেন।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন বলেন, ‘আগামী নির্বাচনে তরুণদের একটি বিশাল অংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সে ক্ষেত্রে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, যাঁরা তরুণদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়টা ঠিকভাবে করতে পারবেন।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘প্রথমেই নতুন নেতৃত্বকে স্বাগত জানাই। আমি চাই নবীন ও প্রবীণের সমন্বয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী একটি নেতৃত্ব আসুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত