Ajker Patrika

নির্বাচনী আচরণবিধি মানছেন না কর্ণফুলীর প্রার্থীরা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ০০
নির্বাচনী আচরণবিধি মানছেন না কর্ণফুলীর প্রার্থীরা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি মানছেন না চট্টগ্রামের কর্ণফুলীর ৪ ইউপির প্রার্থীরা। তাঁরা আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন। গভীর রাত পর্যন্ত করছেন মিছিল, সভা ও শোডাউন। চলছে প্রার্থীদের ক্ষমতা প্রদর্শন। এ নিয়ে এলাকায় সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন আকতার বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে গত দুই দিনে জুলধায় আওয়ামী লীগের প্রার্থী নুরুল হকের সমর্থক মোহাম্মদ আলী, বর্তমান চেয়ারম্যান (বিদ্রোহী প্রার্থী) রফিক আহমদ, মুহাম্মদ মুছা ও ইউপি সদস্য নুরুল ইসলাম নুরুকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া শিকলবাহার ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শফিউল আলমকে ১০ হাজার টাকা, মো. হানিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর চরলক্ষ্যার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শামসুল আলমকে এক হাজার টাকা, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোলাইমান তালুকদারের সমর্থক মো. আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আকতার আরও বলেন, নিয়ম না থাকলেও দেয়ালে পোস্টার সাঁটানো ও প্রচারের গাড়িতে একাধিক মাইক ব্যবহার করছেন প্রার্থীরা। দেয়ালে নির্বাচনী পোস্টার সাঁটানো ও প্রচারে গাড়িতে একাধিক মাইক ব্যবহার করায় তাঁদের জরিমানা করা হয়েছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে সাঁটানো প্রার্থীদের পোস্টার। প্রার্থী ও সমর্থকেরা গভীর রাত পর্যন্ত চালাচ্ছেন প্রচার। প্রার্থীদের মিছিলের কারণে নানা সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। মিছিলের সঙ্গে রয়েছে মোটরসাইকেল শোডাউন। একপক্ষের শোডাউন দেখে অন্য পক্ষও শোডাউন করছে।

নির্বাচনী আচরণবিধি না মেনে প্রার্থীরা প্রচার ও পাল্টাপাল্টি ক্ষমতা প্রদর্শন করছেন। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। নির্দেশনা না মেনে অতিরিক্ত নির্বাচনী অফিস করলে ব্যবস্থা নেওয়া হবে। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কর্ণফুলীর ৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বড়উঠানে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মামলার কারণে হচ্ছে না চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন।

কর্ণফুলীর বাকি ৩ ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৯ প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত