বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নাজমুলের (ছদ্মনাম) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সাদিয়া নামে এক তরুণীর। পরিচয় থেকে প্রেমে গড়ায় সেই সম্পর্ক। বেশ কিছুদিন কথাবার্তার পর নির্জন স্থানে দেখা করার প্রস্তাব দেন সাদিয়া। পূর্বপরিকল্পনা অনুযায়ী হাজির হতেই তাঁকে আটকে সর্বস্ব লুটে নেয় পাঁচ-ছয়জন ব্যক্তি। মান-সম্মানের ভয়ে থানা-পুলিশের কাছে যেতেও পারছিলেন না নাজমুল।
ঠিক এভাবেই নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি প্রতারক চক্র নিয়মিত মানুষকে ফাঁদে ফেলে আসছিল। গতকাল রোববার মধ্যরাতে এই চক্রের সঙ্গে জড়িত নারীসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন, লুট, ডাকাতি এবং ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তাররা হচ্ছেন নাদিম (২২), ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), রুবেল (২৮), বোরহান (৩১), আমীর হোসেন, আরিফ (৩০) ও দুই কিশোরী। এ সময় তাঁদের কাছ থেকে নগদ অর্থ, কল রেকর্ড, ১২টি ভুয়া ফেসবুক আইডির স্ক্রিনশট, খেলনা পিস্তল ও একটি মুখোশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার র্যাব-১১-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব-১১-এর মেজর হাসান শাহরিয়ার বলেন, এই চক্রের সদস্যরা ফেসবুকে ভুয়া আইডি খুলে কখনো সুমি আবার সাদিয়া নাম ধারণ করতেন। এরপর যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাঁদের ফাঁদে ফেলতেন। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোশপরিহিত অশ্লীল ছবি ও ভিডিও দিতেন। আবার কখনো কলগার্ল সার্ভিসের কথা বলে নির্জন স্থানে নিয়ে যেতেন। সেখানে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে টাকা ও মোবাইল লুটে নিতেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, বিভিন্ন সময় ফ্ল্যাটে ডেকে এনে যুবকদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত চক্রটি। অনেক ক্ষেত্রে তাঁদের আপত্তিকর ছবি তুলে রেখে দীর্ঘদিন ব্ল্যাকমেল করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।
নাজমুলের (ছদ্মনাম) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সাদিয়া নামে এক তরুণীর। পরিচয় থেকে প্রেমে গড়ায় সেই সম্পর্ক। বেশ কিছুদিন কথাবার্তার পর নির্জন স্থানে দেখা করার প্রস্তাব দেন সাদিয়া। পূর্বপরিকল্পনা অনুযায়ী হাজির হতেই তাঁকে আটকে সর্বস্ব লুটে নেয় পাঁচ-ছয়জন ব্যক্তি। মান-সম্মানের ভয়ে থানা-পুলিশের কাছে যেতেও পারছিলেন না নাজমুল।
ঠিক এভাবেই নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি প্রতারক চক্র নিয়মিত মানুষকে ফাঁদে ফেলে আসছিল। গতকাল রোববার মধ্যরাতে এই চক্রের সঙ্গে জড়িত নারীসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন, লুট, ডাকাতি এবং ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তাররা হচ্ছেন নাদিম (২২), ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), রুবেল (২৮), বোরহান (৩১), আমীর হোসেন, আরিফ (৩০) ও দুই কিশোরী। এ সময় তাঁদের কাছ থেকে নগদ অর্থ, কল রেকর্ড, ১২টি ভুয়া ফেসবুক আইডির স্ক্রিনশট, খেলনা পিস্তল ও একটি মুখোশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার র্যাব-১১-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব-১১-এর মেজর হাসান শাহরিয়ার বলেন, এই চক্রের সদস্যরা ফেসবুকে ভুয়া আইডি খুলে কখনো সুমি আবার সাদিয়া নাম ধারণ করতেন। এরপর যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাঁদের ফাঁদে ফেলতেন। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোশপরিহিত অশ্লীল ছবি ও ভিডিও দিতেন। আবার কখনো কলগার্ল সার্ভিসের কথা বলে নির্জন স্থানে নিয়ে যেতেন। সেখানে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে টাকা ও মোবাইল লুটে নিতেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, বিভিন্ন সময় ফ্ল্যাটে ডেকে এনে যুবকদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত চক্রটি। অনেক ক্ষেত্রে তাঁদের আপত্তিকর ছবি তুলে রেখে দীর্ঘদিন ব্ল্যাকমেল করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪