Ajker Patrika

প্রেমের ফাঁদে ফেলে লুট

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ০৭
প্রেমের ফাঁদে ফেলে লুট

নাজমুলের (ছদ্মনাম) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সাদিয়া নামে এক তরুণীর। পরিচয় থেকে প্রেমে গড়ায় সেই সম্পর্ক। বেশ কিছুদিন কথাবার্তার পর নির্জন স্থানে দেখা করার প্রস্তাব দেন সাদিয়া। পূর্বপরিকল্পনা অনুযায়ী হাজির হতেই তাঁকে আটকে সর্বস্ব লুটে নেয় পাঁচ-ছয়জন ব্যক্তি। মান-সম্মানের ভয়ে থানা-পুলিশের কাছে যেতেও পারছিলেন না নাজমুল।

ঠিক এভাবেই নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি প্রতারক চক্র নিয়মিত মানুষকে ফাঁদে ফেলে আসছিল। গতকাল রোববার মধ্যরাতে এই চক্রের সঙ্গে জড়িত নারীসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন, লুট, ডাকাতি এবং ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন নাদিম (২২), ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), রুবেল (২৮), বোরহান (৩১), আমীর হোসেন, আরিফ (৩০) ও দুই কিশোরী। এ সময় তাঁদের কাছ থেকে নগদ অর্থ, কল রেকর্ড, ১২টি ভুয়া ফেসবুক আইডির স্ক্রিনশট, খেলনা পিস্তল ও একটি মুখোশ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার র‍্যাব-১১-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র‌্যাব-১১-এর মেজর হাসান শাহরিয়ার বলেন, এই চক্রের সদস্যরা ফেসবুকে ভুয়া আইডি খুলে কখনো সুমি আবার সাদিয়া নাম ধারণ করতেন। এরপর যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাঁদের ফাঁদে ফেলতেন। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোশপরিহিত অশ্লীল ছবি ও ভিডিও দিতেন। আবার কখনো কলগার্ল সার্ভিসের কথা বলে নির্জন স্থানে নিয়ে যেতেন। সেখানে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে টাকা ও মোবাইল লুটে নিতেন।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, বিভিন্ন সময় ফ্ল্যাটে ডেকে এনে যুবকদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত চক্রটি। অনেক ক্ষেত্রে তাঁদের আপত্তিকর ছবি তুলে রেখে দীর্ঘদিন ব্ল্যাকমেল করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত