Ajker Patrika

শোকাবহ আগস্ট শুরু, থাকছে মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৯: ৫০
Thumbnail image

আজ ১ আগস্ট। শোকাবহ আগস্টের প্রথম দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য। বাংলাদেশ ও বাঙালি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

পঁচাত্তরের সেই কালরাতে রাজধানী ঢাকার ধানমন্ডির নিজের ৩২ নম্বর সড়কের বাসভবনে প্রাণ হারিয়েছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি, তাঁর স্ত্রী আরজু মণি ও কর্নেল জামিল উদ্দিন আহমদসহ মোট ১৬ জন।

এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডে হতবাক হয়েছিল বিশ্ব। নেতা হারিয়ে দেশ হয়ে পড়ে বিভ্রান্ত। ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। বিদেশে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

প্রতিবারের মতো এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন আজ সোমবার থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু করছে সরকার ও আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এর অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের আয়োজনে রক্ত ও প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত