Ajker Patrika

কৃষিজমিতে ড্রেজিংয়ের মাটি, বিপাকে কৃষক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কৃষিজমিতে ড্রেজিংয়ের মাটি, বিপাকে কৃষক

গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদের ড্রেজিংয়ের মাটি ও বালু তীরবর্তী কৃষিজমিতে স্তূপ করে ফেলে রাখায় কয়েক শ একর কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে। স্থানীয় কৃষকেরা প্রশাসনের কাছে মাটি সরানোর আবেদন করেও কোনো প্রতিকার পাননি। মাটি সরানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় নিরুপায় হয়ে পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন বছর আগে নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে নদী খনন প্রকল্পের আওতায় কাপাসিয়ার ব্রহ্মপুত্র নদের খনন কাজ করা হয়। ড্রেজিংয়ের ফলে উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া থেকে সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার নদে নাব্য ফিরে এলেও জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ড্রেজিং করা বালু ও মাটি। ঠিকাদারিপ্রতিষ্ঠান খনন করা বালু ও মাটি নদীর তীরবর্তী জমিতে স্তূপাকারে রেখে যায়। এসব বালু-মাটি পরবর্তী সময়ে সরিয়ে নেওয়া বা ওই এলাকার জমিতে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। স্থানীয় ভূমিদস্যুরা মাঝেমধ্যে চুরি করে নিচ্ছে এসব মাটি।

উপজেলার সনমানিয়া ইউনিয়নের চর সনমানিয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মো. কাশেম মিয়া জানান, নদী খননের মাটি ও বালু সরানোর আবেদন করেও অনুমতি পাচ্ছেন না। এতে জমিতে চাষাবাদ করতে পারছেন না। বরং প্রশাসন এসব জমি থেকে মাটি সরাতে বিধিনিষেধ আরোপ করেছে।

কৃষক মো. শাহজাহান মিয়া জানান, নদীর খনন করা মাটি ও বালু কৃষিজমির ওপর এলোমেলোভাবে রাখা হয়েছে।

কৃষক আকরাম হোসেন জানান, এসব জমিতে নদী খননের বালু ও মাটি রাখার আগে বোরো ধানসহ নানা রবি শস্য আবাদ হতো। বর্তমানে এসব জমিতে কোনো ফসল আবাদ করা যাচ্ছে না। স্তূপ করে রাখা মাটি সমান করা হলে তিন ফসলি জমিতে উপযোগী করা সম্ভব।

কৃষক মনির হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চি জমি আবাদের নির্দেশ দিয়েছেন, সেখানে শত শত একর জমি অনাবাদি পড়ে আছে। এসব জমি থেকে মাটি ও বালু সরিয়ে চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, ‘ব্রহ্মপুত্র নদী খননের মাটি ও বালু উভয় তীরে রাখা হয়েছে। খনন করা মাটি যদি কৃষকের জমিতে রাখা হয়ে থাকে এবং এ কারণে যদি চাষাবাদ ব্যাহত হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে মাটি ও বালু অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত