Ajker Patrika

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বাম ঐক্যের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৯
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বাম ঐক্যের

সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের স্বাধীন নির্বাচন কমিশনের দাবি করতে হচ্ছে। এ পর্যন্ত যে কয়টি নির্বাচন কমিশন করা হয়েছে, তার বেশির ভাগই ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করেছে।’

এ অবস্থা থেকে মুক্তির জন্য নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করতে হবে বলে পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত