Ajker Patrika

নারায়ণগঞ্জে মাঠে নামছেন বিএনপির নেতা-কর্মীরা

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে মাঠে নামছেন বিএনপির নেতা-কর্মীরা

নারায়ণগঞ্জে একের পর এক কর্মসূচিতে মাঠে নামছে বিএনপি। চলতি বছরের মার্চ মাস থেকেই বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি সভা-সমাবেশ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে দলটি। বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৃথকভাবে রমজান মাসজুড়ে ইফতার কর্মসূচির আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। রমজান শেষ হতেই দ্রব্যমূল্য নিয়ে সমাবেশ ডেকে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

গত ১৪ মে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। এদিন সন্ত্রাস-নৈরাজ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। বৃহৎ পরিসরে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সরকারের কড়া সমালোচনা করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

এসব সভা-সমাবেশ ও কর্মসূচিকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে রাজনৈতিক মহলে। কিন্তু গত নির্বাচনের আগে এতটা সক্রিয় ছিল না নারায়ণগঞ্জ বিএনপি। কোন দৃষ্টিকোণ থেকে বিএনপি মাঠ পর্যায়ের কর্মসূচিতে সক্রিয় হতে শুরু করেছে—এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের চেয়ে আন্দোলন কর্মসূচিতে মনোযোগী তাঁরা। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া না-যাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে হতে পারে, সেই বিষয়টি এখন তাঁদের মাথায়।

নিজেদের অবস্থানের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেন, ‘বিএনপি একটি সংগঠননির্ভর দল। এই মুহূর্তে সাংগঠনিকভাবে নিজেদের প্রস্তুত করা এবং মাঠ পর্যায়ের কর্মসূচি ছাড়া ভিন্ন কোনো চিন্তা আমাদের নেই। বর্তমানে আমরা যে কর্মসূচি পালন করছি সেগুলো জনগণের দাবি। এই কর্মসূচির ডাক দিচ্ছে বিএনপি, কিন্তু দাবিগুলো জনগণের। ফলে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে সেতুবন্ধ তৈরি হয়েছে। মানুষ এই মুহূর্তে অত্যাচারী সরকার থেকে মুক্তি চায়। আর সে কারণেই আমাদের কর্মসূচিগুলোতে মানুষের স্রোত দেখা যাচ্ছে।’ 
দলের পাশাপাশি দেশের পরিবর্তন হচ্ছে—এমনটাই মনে করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগের হাতে ক্ষমতা টালমাটাল।

ক্ষমতাসীন দল এখন পালাবার পথ খুঁজছে। মন্ত্রী-এমপিরা নানা চিন্তায় রয়েছেন, কীভাবে দেশ ত্যাগ করা যায়। মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠছে তাতে সরকার ভীত। আগামী দুই মাসের মধ্যেই জনগণ দেশে বড় পরিবর্তন দেখতে পাবে। আর সেই পরিবর্তনে নেতৃত্ব দেবে বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা ধীরে ধীরে সুসংগঠিত হতে শুরু করেছে।’ 
জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, ‘আমাদের কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে সরকারের ওপর জনগণের আস্থা নেই।

তারা প্রশাসনের ওপর নির্ভর করে টিকে আছে। কিন্তু এই অবস্থা বেশিদিন টিকবে না। বিভিন্ন দেশ থেকে চাপ আসা শুরু হওয়ায় তারা এখন দিশেহারা।’  
বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত ছাত্রদলও পিছিয়ে নেই। কর্মসূচিতে সক্রিয় মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ বলেন, ‘জেলা ও মহানগর ছাত্রদল নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আধিক্য স্পষ্ট হচ্ছে। ছাত্রদল সর্বদা আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে ছিল।

আগামীতে নির্বাচন আসছে সত্য, কিন্তু প্রহসনের নির্বাচনে বিএনপি পা দেবে না। বিএনপি সাধারণ মানুষকে নিয়ে কাজ করে এবং সেই চিন্তা-চেতনায় অগ্রসর হচ্ছে। নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা। তাই এখানে বিএনপির শক্ত অবস্থান অত্যন্ত জরুরি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত