Ajker Patrika

ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষক বহিষ্কার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ৫২
ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষক বহিষ্কার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। উপজেলার ২২ নম্বর শৌলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুদাস মিস্ত্রী দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ।

গুরুদাস মিস্ত্রীকে সাময়িকভাবে বহিষ্কার ও বিদ্যালয় থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী। শিক্ষক গুরুদাস মিস্ত্রী উপজেলার রামশীল ইউনিয়নের মুশুশিয়া গ্রামের ভদ্রকান্ত মিস্ত্রীর ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার গুরুদাস মিস্ত্রী ওই ছাত্রীকে ছুটির পর বিদ্যালয়ে থাকতে বলেন। এরপর তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টি তাঁর মাকে বলেন। ওই ছাত্রীর মা গতকাল শনিবার এলাকার মহিলাদের নিয়ে বিদ্যালয়ে এসে গুরুদাস মিস্ত্রীকে মারধরে করে লাইব্রেরিতে আটকে রাখেন। খবর পেয়ে কোটালীপাড়া থানা-পুলিশ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গুরুদাস মিস্ত্রীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওই ছাত্রীর মা বলেন, 'গুরুদাস মিস্ত্রী আগেও এই বিদ্যালয়ে এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছেন। আমরা তাঁর শাস্তি চাই।'

অভিযুক্ত গুরুদাস মিস্ত্রী বলেন, এটি তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, তাঁরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। শিক্ষক গুরুদাস মিস্ত্রীকে সাময়িকভাবে বরখাস্ত ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত