Ajker Patrika

মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬
মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে পৌরসভা মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও মনগড়া বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে নালিতাবাড়ী ব্যবসায়ী সমিতি ও জমির মালিক তারাগঞ্জ মধ্যবাজার ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বাদল সাহার সভাপতিত্বে জমির মালিক মিঠু ঘোষ লিখিত বক্তব্য তুলে ধরেন। দোকান ভাড়ার ৪০ হাজার ও দোকানের মালামাল ক্রয় বাবদ ৩ লাখ ৬০ হাজার টাকা বকেয়া পড়ে শফিকুলে। এ সময় দোকানের বকেয়া টাকা চাইলে শফিকুল দিতে অস্বীকার করেন। পরে ঘরের মালিকেরা পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের কাছে বিচার দেন। দুই পক্ষকে নিয়ে মেয়র আবু বক্কর সিদ্দিক বৈঠক করে মীমাংশা করেন। গত মঙ্গলবার শফিক লোকজন নিয়ে তালা ভেঙে দোকানে ঢোকেন। পরে মেয়রের উপস্থিতিতে মালামালসহ দোকান থেকে বের করে দেন। শফিক এই ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে জেলার দুজন সাংবাদিককে মাধ্যমে সংবাদ করান। সেখানে দোকানের ৭০ বছরের এক নারীকে মেয়র গলায় ধাক্কা দিয়ে বের করে দেন বলে দেখানো হয়। এমন মিথ্যা ও মনগড়া প্রতিবেদন করায় এই সংবাদ সম্মেলন করা হয়।

জমির মালিক দিনবন্ধু ঘোষ বলেন, ‘মেয়রের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত