Ajker Patrika

ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদাবাজি যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ৩২
ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদাবাজি যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ছবি ও ভিডিওর মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আহমদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে তাঁকে আসামি করে পর্নোগ্রাফি ও তথ্যপ্রযুক্তি আইনে সদর থানায় এক নারী মামলা করেন।

ফয়সাল আহমদ কমলনগর উপজেলার চরফলকন এলাকার বাসিন্দা। ফয়সাল ইতিমধ্যে কয়েকটি বিয়ে করেছে বলে জানা গেছে। বর্তমানে তাঁর ৩ স্ত্রী রয়েছে। তাঁরা স্বামী ফয়সালের বিচার দাবি করেন।

এদিকে পুলিশ ও ভুক্তভোগী নারীরা জানান, দীর্ঘদিন ধরে ফয়সাল আহমদ নারীদের বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন বাসায় নিয়ে যেত। পরে তাঁদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করতেন। একপর্যায়ে গোপনে ওই নারীদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখত। পরে ব্ল্যাকমেইল করে একসময় একেক পুরুষকে ডেকে ওই নারীদের অনৈতিক কাজ করতে বাধ্য করত। এ ভিডিও নিয়ে চাঁদাবাজি করতেন। টাকা না দিলে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি-ধমকি দিতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই নারীসহ ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল আহমদ একজন প্রতারক। এরকম ২০-২৫ নারীর সঙ্গে ব্ল্যাকমেইল করা হয়েছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তাঁর সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। সে অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

মাথায় হেলমেট নেই চালকের, এক লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ

চালু হলো টিটিপাড়া আন্ডারপাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ