মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় মালপত্র উঠানো ঘাটের শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। টিটু মাঝি ওরফে গয়না টিটু নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাতের আঁধারে এ মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেন ঘাটের শ্রমিকেরা।
এদিকে ঘটনায় গতকাল মোংলা থানায় অভিযোগ দিয়েছেন মালপত্র উঠানো ঘাটের শ্রমিকেরা। অভিযোগে মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাঁচামাল, সিমেন্ট, ইট, চাল, ডালসহ বিভিন্ন মালপত্র উঠানোর জন্য ১ নম্বর জেটিতে অবস্থিত এই বাজার ঘাট। শ্রমিকেরা সেই মালপত্র উঠিয়ে মোংলা নদীর পাশে জেগে ওঠা চরে ছাউনি দিয়ে বিশ্রাম নিতেন। সরকারি এই জায়গায় শ্রমিকেরা যাতে ভালো করে বিশ্রাম নিতে পারেন, সে জন্য ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এটি উদ্বোধন করেন। সে সময় তিনি দুটি গাছের চারাও রোপণ করেন।
এই শ্রমিকনেতা আরও বলেন, গাছ দুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের ওই জায়গায় ভূমিদস্যু টিটু মাঝি ওরফে গয়না টিটুর নজর পড়ে। একপর্যায়ে গাছ দুটি কেটে সেই জায়গা দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করেন তিনি। শ্রমিকদের নানা রকম ভয় দেখিয়ে সেই চর দখল করেন টিটু মাঝি। তবে বিষয়টি প্রশাসনের কোনো কর্তাব্যক্তির নজরে আসেনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন জানান, এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।
এদিকে নদীর পাড়ে চরের জায়গার মালিক উপজেলা ভূমি অফিস। তবে জায়গা দখল করে কীভাবে মার্কেট নির্মাণ করা হলো তা জানেন না ভূমি অফিসের
কর্মকর্তারা। জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, এই জায়গা কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। সদর তহশিলদারকে (নায়েব) সরেজমিনে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের একজন উপমন্ত্রী ও সংসদ সদস্যের উদ্বোধন করা ঘাট শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রসঙ্গে জানতে চাইলে গয়না টিটু বলেন, তিনি এ জায়গা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে মার্কেট করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহিনুর আলম বলেন, আবেদন করলেই জায়গা পাওয়া যায় না। আবেদন অনুমোদন না হওয়া পর্যন্ত সেটি অবৈধ জায়গা।
এ বিষয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, ‘আমার লাগানো গাছ এবং শ্রমিকদের বিশ্রামের জন্য দেওয়া জায়গা কীভাবে দখল করে মার্কেট হলো, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
বাগেরহাটের মোংলায় মালপত্র উঠানো ঘাটের শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। টিটু মাঝি ওরফে গয়না টিটু নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাতের আঁধারে এ মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেন ঘাটের শ্রমিকেরা।
এদিকে ঘটনায় গতকাল মোংলা থানায় অভিযোগ দিয়েছেন মালপত্র উঠানো ঘাটের শ্রমিকেরা। অভিযোগে মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাঁচামাল, সিমেন্ট, ইট, চাল, ডালসহ বিভিন্ন মালপত্র উঠানোর জন্য ১ নম্বর জেটিতে অবস্থিত এই বাজার ঘাট। শ্রমিকেরা সেই মালপত্র উঠিয়ে মোংলা নদীর পাশে জেগে ওঠা চরে ছাউনি দিয়ে বিশ্রাম নিতেন। সরকারি এই জায়গায় শ্রমিকেরা যাতে ভালো করে বিশ্রাম নিতে পারেন, সে জন্য ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এটি উদ্বোধন করেন। সে সময় তিনি দুটি গাছের চারাও রোপণ করেন।
এই শ্রমিকনেতা আরও বলেন, গাছ দুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের ওই জায়গায় ভূমিদস্যু টিটু মাঝি ওরফে গয়না টিটুর নজর পড়ে। একপর্যায়ে গাছ দুটি কেটে সেই জায়গা দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করেন তিনি। শ্রমিকদের নানা রকম ভয় দেখিয়ে সেই চর দখল করেন টিটু মাঝি। তবে বিষয়টি প্রশাসনের কোনো কর্তাব্যক্তির নজরে আসেনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন জানান, এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।
এদিকে নদীর পাড়ে চরের জায়গার মালিক উপজেলা ভূমি অফিস। তবে জায়গা দখল করে কীভাবে মার্কেট নির্মাণ করা হলো তা জানেন না ভূমি অফিসের
কর্মকর্তারা। জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, এই জায়গা কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। সদর তহশিলদারকে (নায়েব) সরেজমিনে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের একজন উপমন্ত্রী ও সংসদ সদস্যের উদ্বোধন করা ঘাট শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রসঙ্গে জানতে চাইলে গয়না টিটু বলেন, তিনি এ জায়গা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে মার্কেট করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহিনুর আলম বলেন, আবেদন করলেই জায়গা পাওয়া যায় না। আবেদন অনুমোদন না হওয়া পর্যন্ত সেটি অবৈধ জায়গা।
এ বিষয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, ‘আমার লাগানো গাছ এবং শ্রমিকদের বিশ্রামের জন্য দেওয়া জায়গা কীভাবে দখল করে মার্কেট হলো, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪