Ajker Patrika

আচরণবিধি মানাতে কঠোর প্রশাসন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮: ২৩
আচরণবিধি মানাতে কঠোর প্রশাসন

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আচরণবিধি মানাতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

গত সোমবার দৈনিক আজকের পত্রিকায় ‘শব্দদূষণে অতিষ্ঠ পরীক্ষার্থীরা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রার্থীদের আচরণবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেন প্রশাসনের কর্মকর্তারা।

গত সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান। পরে সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৫ জনকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান বলেন, চরগোয়ালিনী ইউপিতে টিউবওয়েল প্রতীকের মেম্বার পদে প্রার্থী আব্দুল আলীমকে শোডাউন, খাদ্য পরিবেশন ও একাধিক মাইক্রোফন ব্যবহারের অপরাধে ১০ হাজার টাকা, একাধিক মাইক্রোফন ব্যবহারের দায়ে ঘুড়ি প্রতীকের মেম্বার পদে প্রার্থী আব্দুল আওয়ালকে ২ হাজার টাকা, বক প্রতীকের সমর্থক আবুল হোসেনকে ২ হাজার টাকাসহ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত