Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী প্রচারে বহিরাগতদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুনতি ইউনিয়নে নিজের নির্বাচনী কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জয়নুল আবদিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে শতাধিক বহিরাগত এ হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য তিনি লেন, বুধবার সন্ধ্যায় ইউনিয়নের সাতগড় এলাকার ইসহাক মিয়া সড়কের পূর্বে পাশে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন। এ সময় এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে শতাধিক বহিরাগত গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় সমর্থক শোয়াইবুল ইসলাম, মো. আবদুল হামিদ, আবুল কালাম, মো. আনোয়ার, মো. হোছাইন, বদিউল আলম ও গাড়ি চালক বাবুকে গুরুতর আহত হন। এ সময় তাঁদের বহন করা নোহা গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া তাঁদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

সংবাদ সম্মেলনে কয়েকজন এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় অবিলম্বে হামলাকারীদের আটকের দাবি জানান নুর মোহাম্মদ।

আগামী ২৬ ডিসেম্বর চুনতি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।

থানার ওসি জাকের হোসাইন মাহমুদ গতকাল বলেন, ‘কেউ একজন আমাকে ফোন করে মারামারি হয়েছে ও আহত হয়েছে জানায়। আহতদের চিকিৎসা করাতে বলেছি। এরপর আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে এরশাদুর রহমান রিয়াদ আজকের পত্রিকাকে বলেন, ঘটনার দিন উল্টো তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এই ঘটনায় ১৫ নামে ও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মামলা করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত