Ajker Patrika

ইমামের বেতন দেওয়া নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১০: ৪২
Thumbnail image

চুয়াডাঙ্গায় মসজিদের ইমামের বেতন দেওয়া ও টাকা তোলা নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। উদ্ধার করে তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে সেখানেও উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

আহতরা হলেন মাছেরদাইড় গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে ও মাছেরদাইড় জামে মসজিদের হিসাবরক্ষক আশক আলী ওরফে আশকার (৫৫), তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৪৫), ছেলে রিপন হোসেন (২১), একই এলাকার মৃত সোলাইমানের ছেলে সিরাজ হোসেন (৫৫), মিজানুর রহমানের দুই ছেলে রাজু হোসেন (৩০) ও শাওন হোসেন (২০), মতিনের স্ত্রী শাহানাজ বেগম (৫০), অনিক (১৭), মাছেরদাইড় মাঝেরপাড়ার আবেদ আলীর ছেলে ইব্রাহিম (৪৫), আলী কদরের ছেলে বাবুল হোসেন (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে তোতা মিয়া (৩৪) ও মৃত নুরু ব্যাপারীর ছেলে তাইজেল হক (৫০)।

স্থানীয়রা জানান, গত রোববার মাছেরদাইড় জামে মসজিদে এশার নামাজের পরে ইমামের বেতন দেওয়া নিয়ে মাঝেরপাড়ার ইব্রাহিম ও মসজিদের হিসাবরক্ষক আশকারের বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার বিকেলে ইব্রাহিম তাঁর পক্ষের লোকজন নিয়ে উত্তরপাড়ায় আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানেও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

আহত হিসাবরক্ষক আশকার বলেন, ‘মসজিদের ইমামের বেতন ৭ হাজার টাকা। আমি একটি কাজে চুয়াডাঙ্গার বাইরে থাকায় আমার ভাই মারফত আলী ইমামের বেতন পরিশোধ করে দেন। তবে স্থানীয়দের থেকে ইমামের বেতনের জন্য মাসিক যে টাকা তোলা হয় সেই টাকা তোলার দায়িত্ব দেওয়া ছিল এলাকার আমির হোসেনের ছেলে লালনকে। যেহেতু আমার ভাই ইমামের বেতন পরিশোধ করেছেন, সে কারণে লালনকে ওই টাকা তাঁকে দিতে বলেছিলাম। ইব্রাহিম ওই টাকা আমার ভাইকে না দেওয়ার জন্য লালনকে বারণ করেন। কারণ জানতে চাইলে বিকেলে ইব্রাহিম জিআই পাইপ ও দাসহ ১০-১৫ জনকে নিয়ে এসে আমার ওপর হামলা চালান। আমার পরিবারের সদস্যরা ছুটে এলে ওরা তাঁদেরও জখম করে।’

মোমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল বলেন, ‘মাছেরদাইড় জামে মসজিদের ইমামের বেতনের টাকা দেওয়া ও টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি শহিদুল্লাহ ও হিসাবরক্ষক আশক আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার এশার নামজের পর দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যার দিকে দুই পক্ষের লোকজন উত্তরপাড়ায় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন।’

ওসি মোহাম্মদ মহসীন বলেন, মসজিদের ইমামের বেতন দেওয়া ও বেতনের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহতের খবর পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাতজনকে আটক করা হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত