Ajker Patrika

এসবিএসি ব্যাংকের সিএফওকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৩, ১২: ১৬
এসবিএসি ব্যাংকের সিএফওকে শোকজ

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নাম ভাঙিয়ে নিজ ব্যাংকের শাখা অফিস থেকে তথ্য চাওয়ায় বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) চিফ ফিন্যান্সিয়াল অফিসার বা সিএফও মো. মাসুদুর রহমানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী রোববার তিন কার্যদিবসের মধ্যে জানাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানকে বলা হয়েছে।

পাশাপাশি প্রধান মানি লন্ডারিং কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে মাসুদুর রহমানের অনিয়মের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে চিহ্নিত করে গৃহীত প্রশাসনিক ব্যবস্থাসহ প্রয়োজনীয় তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউকে জানাতে বলা হয়েছে। গতকাল বিএফআইইউর ইস্যু করা চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, এসবিএসি সিএফও মাসুদুর রহমান ব্যাংকটির অভ্যন্তরীণ চিঠিতে বিএফআইইউর নাম ব্যবহার করে ব্যাংকটির এফভিপি এবং খুলনা শাখার প্রধান বিধান কুমার সাহার কাছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেকের ৬০০ কোটি টাকার প্রকল্পের হিসাব তলব করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণী ও আনুষঙ্গিক দলিলাদির তথ্য চেয়েছিলেন মাসুদুর রহমান। যদিও বিএফআইইউ এ বিষয়ে চিঠি বা ই-মেইলে কোনো তথ্য চায়নি। তবে গণমাধ্যমের খবরে বিএফআইইউর নাম ব্যবহারের বিষয়টি জানতে পেরেছে।

এসবিএসি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক বিধান কুমার সাহা আজকের পত্রিকার কাছে মাসুদুর রহমান স্বাক্ষরিত চিঠির বিষয়টি স্বীকার করে বলেন, ‘নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। আমি শাখায় নেই বলে না দেখে বিস্তারিত বলা যাবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত