Ajker Patrika

মিনিবাস চলাচল নিয়ে বিরোধ, সড়ক অবরোধ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৭
মিনিবাস চলাচল নিয়ে বিরোধ, সড়ক অবরোধ

ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে ফরিদপুরের মিনিবাস ঢুকতে না দেওয়ায় মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবরোধ চলে।

ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোবাহান মুন্সী বলেন, ‘৩০ বছরের বেশি সময় ধরে ফরিদপুর থেকে মাদারীপুরের টেকেরহাট পর্যন্ত বাস চলাচল করে। গত সোমবার গোপালগঞ্জের মুকসুদপুর-বরইতলা আঞ্চলিক সড়কের মিনিবাস মালিক সমিতি ঘোষণা দেয়, ফরিদপুরের মিনিবাস তাঁদের জেলার ভেতর দিয়ে যেতে পারবে না। এ ঘোষণার পর মঙ্গলবার সকালে কয়েকটি মিনিবাস ফরিদপুর থেকে টেকেরহাট যাওয়ার পথে গোপালগঞ্জের বরইতলা এলাকায় পৌঁছালে ওই এলাকার মিনিবাস মালিক ও শ্রমিকেরা আমাদের গাড়িগুলোকে আটকে দেন। এর প্রতিবাদে আমাদের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।’

গোপালগঞ্জের মুকসুদপুর-বরইতলা আঞ্চলিক মিনিবাস মালিক সমিতির সভাপতি ও মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া বলেন, ‘মিনিবাসের নিয়ম হচ্ছে স্ব-স্ব জেলায় চলবে। ফরিদপুরের মিনিবাস আমাদের উপজেলার ১৪ কিলোমিটার পথ ব্যবহার করে মাদারীপুরের টেকেরহাট পর্যন্ত যায়। আমরা দীর্ঘদিন তাঁদের বলে আসছিলাম আপনারা আপনাদের সীমানা পর্যন্ত থাকেন। মঙ্গলবার সকালে ফরিদপুরের মিনিবাস আমাদের সীমানায় আসলে আমরা সেগুলোকে ঘুরিয়ে দিই। এর পর তারা নাকি সড়ক অবরোধ করেছে।

ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী বলেন, ‘মিনিবাস চলাচল নিয়ে সমস্যা হয়েছিল। আমরা বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আলাপ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করি। স্থায়ী সমাধানের পক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত