Ajker Patrika

সম্মেলনে দাওয়াত পাননি নৌকার এমপি পঙ্কজ

খান রফিক, বরিশাল
সম্মেলনে দাওয়াত পাননি নৌকার এমপি পঙ্কজ

জমকালো আয়োজনে বরিশালের মেঘনা ঘেরা উপজেলা হিজলা ও মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হলো। পার্শ্ববর্তী কাজিরহাট থানার সম্মেলন আজ শুক্রবার।

দফায় দফায় কেন্দ্রীয় নেতারা আসায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরাও এখানে বেশ সরব। কিন্তু বরিশাল-৪ আসনে নৌকা থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত পঙ্কজ নাথ কোনো সম্মেলনেই দাওয়াত পাননি। তাঁকে কেউ ডাকেনওনি।

গুঞ্জন রয়েছে, গত সোমবার মেহেন্দীগঞ্জে ফেরি চলাচলের মাধ্যমে সড়ক যোগাযোগ কার্যক্রম এমপি পঙ্কজ উদ্বোধন করায় সেই ফেরিতে ওঠেননি শীর্ষ নেতারা। এসব বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। তবে আওয়ামী লীগ দাবি করেছে, সংসদ সদস্য পঙ্কজকে দলের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়ায় নৌকার এমপি হলেও তাঁকে ডাকা হয়নি।

জানা গেছে, গত বুধবার মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। নৌকা প্রতীকের স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ নির্বাচনী এলাকায় দুই দিনের সফর শেষে সম্মেলনের আগের দিন মঙ্গলবার রাজধানীতে ফিরে যান। ৪ নভেম্বর সম্পন্ন হওয়া হিজলা আওয়ামী লীগের সম্মেলনেও ছিলেন না তিনি। আজ শুক্রবার কাজীরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনেও পঙ্কজ নাথ এমপি থাকবেন অনুপস্থিত। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দলীয় পদ হারানো এই সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানোর সৌজন্যবোধও দেখাচ্ছেন না সম্মেলন আয়োজকেরা। এমনকি তাঁকে সম্মেলনে যেতে নিষেধ করেছেন আওয়ামী লীগের শীর্ষ এক নেতা।

জানা গেছে, এমপি পঙ্কজ নাথবিরোধী আওয়ামী লীগ নেতাদের তত্ত্বাবধানে হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হচ্ছে। তাঁরা স্থানীয় পর্যায়ে জেলা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। এ পর্যন্ত ঘোষিত হিজলা ও মেহেন্দীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদও পেয়েছেন তাঁরা। পঙ্কজ নাথের অনুসারীরা সম্মেলনে অংশ নিলেও তাঁদের কোণঠাসা করে রাখা হয়েছে।

হিজলা ও মেহেন্দীগঞ্জের একাধিক আওয়ামী লীগ নেতা জানান, অভ্যন্তরীণ বিরোধের জেরে পঙ্কজ নাথ দলীয় পদ হারিয়েছেন। কিন্তু তিনি তো নৌকা প্রতীকের এখনো এমপি। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে পঙ্কজ যা করেন, দলীয় স্বার্থের জন্যই করেন। দলের একজন সমর্থক হিসেবেও তাঁকে তিনটি সম্মেলনে আমন্ত্রণ জানানো উচিত ছিল।

মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদ্য মনোনীত সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, দলবিরোধী কাজের জন্য তাঁকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ জন্য তাঁকে দলীয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নৌকা প্রতীকের এমপি হিসেবে আমন্ত্রণ পেতে পারেন কি না, জানতে চাইলে কামাল খান বলেন, এমপিকে দলীয় কার্যক্রমে অংশগ্রহণে বিরত থাকার নির্দেশ রয়েছে।

তবে সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, ‘দলের একজন সমর্থক হিসেবেও আমার সম্মেলনে যাওয়ার আগ্রহ ছিল। কিন্তু আমাকে যেতে নিষেধ করা হয়েছে।’ কে নিষেধ করেছে—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে হিজলা, মেহেন্দীগঞ্জ ও কাজিরহাটের এমপি সমর্থক একাধিক নেতা বলেন, পঙ্কজ নাথ এমপি সব সম্মেলনে উপস্থিত থাকবেন—এমন সিদ্ধান্ত নিশ্চিত করাও হয়েছিল। কিন্তু তাঁর বিরোধিতাকারীরা পাল্টা কঠোর অবস্থান নেওয়ায় সহিংসতা এড়াতে এমপিকে বিরত রাখা হয়।

সম্মেলনে অংশ নেওয়া এমপি অনুসারী মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, ‘বরিশালে দলের সব নেতা-কর্মীর অভিভাবক হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তিনি দলের জন্য যেটা করেন, সেটাই আমরা ভালো মনে করি।’

এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সাংবাদিকদের বলেন, ‘দলীয় লোককে কেন আমন্ত্রণ করতে হবে? তাঁর (এমপি) দায়িত্ব ছিল উপস্থিত থেকে সবকিছু দেখভাল করা। তিনি কেন আসেননি সম্মেলনে?’

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১১ সেপ্টেম্বর পঙ্কজ নাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৪ সালে বরিশাল-৪ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন পঙ্কজ নাথ। এরপরও দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এ আসন থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত