Ajker Patrika

বিধবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬: ৪১
বিধবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বিধবাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নেওয়ার অপরাধে ভুক্তভোগী নারীর চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। গত শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাসনা আরা আক্তার উপজেলার ডোমবাড়ি চালা গ্রামের মৃত জুলহাস মিয়ার স্ত্রী।

নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী নারী সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ডোমবাড়ি চালা গ্রামের আমির আলীর স্ত্রী তাসলিমা আক্তার, তাঁর বোন সেলিনা আক্তার, মায়না আক্তার, রাশিদা বেগম, রাবেয়া আক্তার ও নাজমা বেগম এবং প্রতিবেশী জব্বার মিয়া। অভিযুক্ত নারীরা ভুক্তভোগী নারীর চাচাতো বোন। তাঁরা জমি বিক্রির জন্য জব্বারকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন।

ভুক্তভোগী হাসনা আরা বলেন, শনিবার তাঁর নিজ জমিতে জোরপূর্বক দখল করতে আসেন প্রতিপক্ষরা। এ সময় তাঁদের বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাঁর হাত ও কোমরে রশি দিয়ে বরইগাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করেন। এ সময় তাঁকে ছাড়াতে এলে তাঁর ছোট বোন মাজেদা ও বোনের মেয়ে নাজমিনকেও মারধর করা হয়।

ভুক্তভোগী বলেন, ‘এ ব্যাপারে নির্যাতনকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে।’

অভিযুক্ত জব্বার মিয়া বলেন, ‘জমি নিয়ে মামলা আছে। আমাদের জমিতে চাষাবাদ করতে বাধা দেন হাসনা। তাই আমরা তাঁকে জমি থেকে উঠিয়ে নিয়ে গেছি।’ ওই নারীকে বেঁধে রাখার কথা অস্বীকার করেন তিনি।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, রাস্তা খুলে দেওয়ার জন্য অভিযুক্তদের বলা হয়েছে। না দিলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নির্যাতনকারীদের হাত থেকে হাসনা আরাকে উদ্ধার করা হয়েছে। তিনি সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত