Ajker Patrika

অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ২৯
Thumbnail image

কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার তালজাঙ্গা বাজার এলাকার এনামুল হক বাচ্চু মিয়ার পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ওই পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, লাশটিতে আঘাতের কোনো চিহ্ন নেই। আমরা ধারণা করছি ৪ থেকে ৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। কারণ লাশটি বিকৃত হয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত