Ajker Patrika

ইউসুফ হত্যা মামলার আসামি কারাগারে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০: ১৬
ইউসুফ হত্যা মামলার আসামি কারাগারে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার আসামি মুহসিনুল হককে (৫৬) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগাবিলি গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত হয়েছিলেন ইউপি সদস্য পদে বিজয়ী আবু তৈয়বের বড় ভাই প্রবাসী ইউসুফ আলী। শিক্ষক মুহসিনুল হক এই মামলার অন্যতম আসামি।

মামলার বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম বলেন, ‘ইউসুফ আলীর ওপর নৃশংসভাবে হামলার পর তিনি যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তখন এই মামলায় শিক্ষক মুহসিনুল হক নিম্ন আদালত থেকে ১৫ মার্চ পর্যন্ত জামিন নিয়েছিলেন। তিনি জামিনে গিয়ে জামিনের অপব্যবহার করেছেন মর্মে তদন্তে প্রমাণিত হয়। এর মধ্যে হাসপাতালে মারা যান প্রবাসী ইউসুফ আলী। তাই ১৫ মার্চ নিম্ন আদালতে জামিন পাবেন না জেনে তিনি প্রতারণার আশ্রয় নেন। তিনি নিম্ন আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের কথা গোপন রেখে ১৫ মার্চের আগে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে নেন। ছয় সপ্তাহের মধ্যে তিনি উচ্চ আদালতের আদেশ মতে দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তাঁর প্রতারণার বিষয়টি আদালতের নজরে আনি আমরা। এতে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণ করেন।’

ইউপি নির্বাচনে তৈয়বের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজগর আলী পরাজিত হয়ে তাঁর লোকজন নিয়ে এ হামলা চালিয়েছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। মামলায় এখন পর্যন্ত আজগর, মামুন, সাগর, আবু বক্কর গ্রেপ্তার হয়েছে। এখনো পলাতক রয়েছে আরও সাত আসামি।

নিহতের ছোট ভাই ইউপি সদস্য মো. আবু তৈয়ব বলেন, ‘নির্বাচনের পর তারা সবাই মিলে প্রথমে আমার এক সমর্থকের ওপর হামলা চালায়। এরপর আমাকে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এর কয়েক দিনের মধ্যে আমার ভাইকে তাঁরা পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত