Ajker Patrika

সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ৫৫
সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় উচ্চ আদালত রতনকে আট সপ্তাহের জামিন দেন। মেয়াদ শেষ হলে তিনি লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি রতন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি প্রথম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, গত ২১ জুন দুপুরে ইউপি নির্বাচন চলাকালে আওয়ামী লীগ নেতা পিংকু তোরাবগঞ্জ পৌঁছালে গাড়িতে হামলার ঘটনা ঘটে। তাতে আহত হন পিংকুসহ অন্তত ১০ নেতা-কর্মী। এ ঘটনায় রতনকে প্রধান ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পিসহ ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আওয়ামী লীগ নেতা পিংকুর গাড়িচালক নিজাম উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় মামলাটি করেন।

ঘটনার পর ফয়সল আহমেদ রতন বলেছিলেন, ‘হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তাও জানি না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর অভিযোগ আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত