Ajker Patrika

গাছ কাটাকে কেন্দ্র করে খালাতো ভাইকে ছুরিকাঘাত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৮
গাছ কাটাকে কেন্দ্র করে খালাতো ভাইকে ছুরিকাঘাত

বগুড়ার সারিয়াকান্দিতে গাছ কাটাকে কেন্দ্র করে খালাতো ভাইকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালোপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে রোববার বিকেলে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালোপাড়া গ্রামের অমিত বর্মণের সঙ্গে অর্জুন বর্মণের কথা-কাটাকাটি হয়। এতে উভয় পক্ষের মধ্যে একদফা মারামারি হয়। ঘটনার জেরে ওই দিন রাতে অমিত বর্মণ অর্জুন বর্মণকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অর্জুন বর্মণকে প্রথমে সারিয়াকান্দি থানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে বগুড়া শজিমেকে নেওয়া হয়।

অর্জুনের বড় ভাই কাজল চন্দ্র বর্মণ বলেন, ‘আমার আপন খালাতো ভাই অমিত আমার ছোট ভাইকে ছুরিকাঘাত করার পর রাত ১২টার দিকে শজিমেকে তাঁর অস্ত্রোপচার করা হয়। এখন পর্যন্ত সে শঙ্কামুক্ত হয়নি। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।’

অমিত বর্মনের মা অন্জলী রাণী জানান, ‘বিকেলে আমার ছেলেকে কাজলের দুই ভাই মেরেছিল। কখন কিভাবে আমার ছেলে অর্জুনকে ছুরি মেরেছে তা আমি জানি না।’

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক মাহাবুব হাসান বলেন, ‘সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...