Ajker Patrika

তবে কি দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তবে কি দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে গতকাল দুপুরের পর কয়েক ঘণ্টা অনুশীলন করলেন সাকিব আল হাসান। তাঁর এই অনুশীলনে আবারও এই আলোচনার শুরু—বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ টেস্টে কি ফিরছেন তিনি। সাকিব সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে—লঙ্কানদের বিপক্ষে দিল্লির সেই আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচেই।

এর মধ্যে যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন এবং চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও (বিপিএল) একটি ম্যাচ খেলেছেন শেখ জামালের এই ক্রিকেটার। সাকিব বিপিএল-ডিপিএল খেললে জাতীয় দলের হয়ে কেন খেলছেন না, এ নিয়েও হচ্ছে আলোচনা-সমালোচনা।

তবে বিসিবি সূত্র জানিয়েছে, শেষ টেস্ট ম্যাচটি খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব। যদিও আগে পুরো সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার কথা বলেছিল বোর্ড। এখন নিজের আগ্রহে আবার ফিরতে চাচ্ছেন তিনি।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায়ও গতকাল সে রকমই ইঙ্গিত মিলল। পত্রিকাকে তিনি বলেছেন, ‘সাকিব সব মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ক্রিকেট পরিচালনা বিভাগকে জানাবে। সে আসলে পাঁচ দিন খেলার জন্য ফিট কি না কিংবা কতটা প্রস্তুত। ওর যদি মনে হয় সে খেলার জন্য ফিট—সাকিবের মতো একজন ক্রিকেটার ফিরতে চাইলে সবসময় স্বাগতম। এ জন্যই আমরা একসঙ্গে দুই টেস্টের দল ঘোষণা করিনি। ২৪-২৫ মার্চের দিকে আমরা একটা বার্তা পাব। নতুন কেউ যদি এর মধ্যে আসে, তখন দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনাও করা হতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত